ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বাংলা একাডেমি প্রবর্তিত পুরস্কার পাচ্ছেন ৭ জন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

২০২১ সালের জন্য বাংলা একাডেমি প্রবর্তিত ৭ পুরস্কার ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) তাদের নাম ঘোষণা করা হয়।

আগামী ২৪ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেওয়া হবে।

এবার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক।

ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলামকে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা। ‘করোনা বৃত্তান্ত’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কারে ভূষিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী।

প্রথমবারের মতো অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

এসইউ/জিকেএস