ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিজয় দিবসে বাংলা একাডেমির আয়োজন

প্রকাশিত: ০৩:০১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

১৬ ডিসেম্বর ২০১৫ বুধবার মহান বিজয় উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় একাডেমির পক্ষ থেকে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে দিনের কর্মসূচি শুরু হয়।

এছাড়া বিকেল ৪টায় একাডেমির নজরুল মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ‘মুক্তিযুদ্ধ ও বাংলা একাডেমি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি পিয়াস মজিদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং নিশাত জাহান রানা।

সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সবশেষে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসইউ/এমএস