ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বঙ্গবন্ধুকে নিবেদিত তিনটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০২১

আলাউদ্দিন হোসেন

শ্রেষ্ঠ বাঙালি

তুমি ছিলে তুমি আছো
থাকবে সারাক্ষণ
তোমার জন্য সদা কাঁদে
কোটি বাঙালি মন।

ইতিহাসের পাতায় পাতায়
থাকবে আজীবন
তোমার মত বাঙালিকে
ভুলবে না এ মন।

তুমি হিম্মত তুমি গর্জন
তুমি জয়ের শক্তি
আমরা তোমার অনুসারী
করে যাবো ভক্তি।

তুমি ত্যাগী, তুমি বাঙালি
তুমি মোদের প্রাণ
লাল-সবুজের পতাকা তলে
গাইব তোমার গান।

****

মুজিব হত্যা

যুক্তি করে দেশের রত্ন
হত্যা করেছে যারা
এই বাংলায় জনম জনম
দেশদ্রোহী তারা।

বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে
নিয়েছে যারা প্রাণ
তাদের দেহে লেগে আছে
মুজিব হত্যার ঘ্রাণ।

নির্বিচারে গুলি করে
হত্যা করেছে যারা
দয়াময়াহীন ঘৃণিত কাজ
অভিশপ্ত তারা।

****

১৫ আগস্ট

সোনা দেহে নির্বিচারে
করেছে যারা গুলি
দেশের শত্রু জাতির শত্রু
কেমনে তাদের ভুলি।

দেশের মাটিতে এমন হত্যা
করেছে যারা হায়
বিচার তাদের হবেই হবে
স্বাধীন এই বাংলায়।

সোনা দেহে নির্বিচারে
আঘাত করেছে যারা
এই বাংলায় বিচার হবে
কেউ পাবে না ছাড়া।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন