ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

লঙ্ঘিত অলঙ্ঘন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩০ মে ২০২১

খান মুহাম্মদ রুমেল

পিছিয়ে পড়া রেসের ঘোড়া
দৌড়ে চলে ক্রমাগত ক্রমাগত
বেড়েছে দূরত্ব যোজন যোজন
অনেক স্মৃতি অনেক কালের বিগত।

অলঙ্ঘন দূরত্ব ঘুচবে কিসের টানে
বেলাশেষের গতি দ্রুত অতি, বেসামাল
যেতে হবে রোদ পেরিয়ে, মেঘের ছায়ায়
বুকে ধরে রাখতে হবে সুর লয় এবং তাল।

পাগল বলিস পাগলই রবো
আকাশ বাতাস পাতাল তল
দুঃখ সাহস, বিলাসী হাসি
সকল শেষে তুই কি আর পর, বল?

দেখবি যেদিন গান ভুলেছে সুরের পাখি
ভাববি সেদিন কাঁদছে তোর প্রেমিক আঁখি।
ছেড়ে সকল দ্বিধার জাল, কন্যা আয়
তোকেই আমি ভালোবাসি ভালোবাসি।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন