ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’র ৮ম সংখ্যা প্রকাশ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ মে ২০২১

প্রকাশিত হয়েছে লেখক, গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’র ৮ম সংখ্যা (৩য় বর্ষ, ২য় সংখ্যা)। এতে আছে প্রবন্ধ, বই আলোচনা, বই কথন, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।

বরাবরের মতো এ সংখ্যার প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। পত্রিকাটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন।

এবং বই চলতি সংখ্যায় লিখেছেন—সৈয়দ কামরুল হাসান, হামিদ কায়সার, কাজী আলিম-উজ-জামান, সুমনকুমার দাশ, সুরজিৎ রায় মজুমদার, রাজু বিশ্বাস, সালাহ উদ্দিন মাহমুদ, সাইফ বরকতুল্লাহ্, মাজহার মান্না, আমিনুল ইসলাম সেলিম ও নুসরাত সুলতানা।

এ ছাড়া আছে জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দারের দীর্ঘ সাক্ষাৎকার। ১১২ পৃষ্ঠার পত্রিকাটির দাম মাত্র ৫০ টাকা।

পত্রিকাটির সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘পাঠকদের একান্ত আগ্রহেই মহামারি করোনার মধ্যেও নিয়মিতভাবে এবং বই প্রকাশিত হচ্ছে। আশার কথা হচ্ছে, বোদ্ধা পাঠকগণ এবং বইকে নিজের বলে গ্রহণ করেছেন। এটাই এবং বইয়ের শক্তি।’

তিনি বলেন, ‘এবং বই মূলত বুক রিভিউ বিষয়ক পত্রিকা। সঙ্গত কারণে রিভিউকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। তবে এর বাইরেও নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।’

পত্রিকাটি পাওয়া যাচ্ছে ঢাকার উজান, জাগতিক (কনকর্ড, কাঁটাবন), পাঠক সমাবেশ, বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী) ও বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত’র সাতটি আউটলেটে।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন