ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আজও কেঁপে ওঠে অন্তর

এ কে সরকার শাওন | প্রকাশিত: ০১:২০ পিএম, ২৬ মার্চ ২০২১

মহাকাশে ছায়াপথের মত
অন্তহীন অতল চোখে
আজও পেছনে তাকিয়ে দেখি
রক্তাক্ত লাশের পাহাড়ি স্তূপ!

বর্বর পাকি-পিশাচের
কাপুরুষোচিত নগ্ন যুদ্ধ বিলাস!
গুলি ও কামানের অগ্নিস্ফুলিঙ্গে
বুধের মত উত্তপ্ত নরক আকাশ!

বিনাশিত বাসগৃহে
প্রিয়তমার ছিন্নভিন্ন শরীর,
তছনছে খাটে বাবার
খণ্ডিত দেহ নিথর;
পাথর বনে যাওয়া নির্বাক
মায়ের ছোপ ছোপ রক্তভেজা কাপড়
উল্কাপিণ্ডের আঘাতে রক্তস্নাত বিধ্বস্ত শহর!

রক্তজমাট রাজারবাগ পুকুর!
বেঞ্চের নিচে রক্তের শত নহর;
ডানা ঝাপটানো রক্তাক্ত কবুতর!
আজও কেঁপে ওঠে আমার অন্তর!

সেই বিভীষিকাময় মৃত্যুর রাত!
নিকষ কালো অমানিশার রাত!
কিংকর্তব্যবিমুঢ়তার রাত!
আগুনরঙা অগ্নিপাখির নতুন জীবনের রাত!
ক্রমাগত মার খাওয়া বাঙালির
ঘুরে দাঁড়াবার প্রত্যয়ী শপথের রাত!
স্বাধীকার বজ্রবাণী ঘোষণার রাত!
নতুন করে মাথা উঁচিয়ে বাঁচার রাত!
‘চির-উন্নত মম শির’ বলার রাত!
‘মাথা নোয়াবার নয়’ বলার রাত!

লাখো লাখো শহীদ,
জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের
নির্যাতিত মা-বোনদের
নিরলস-ত্যাগী আপোষহীন নেতৃত্ব
সকলের প্রতি বিনম্র অতল অঢেল শ্রদ্ধা!

যারা তাঁদের সোনালি সম্ভাবনাময়
জীবন ও যৌবনকে বিলিয়ে
আমাদের দিয়ে গেছেন রক্তস্নাত পতাকা
আজন্ম আরাধ্য স্বাধীনতা!

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন