সাবেরা তাবাসসুম-এর কবিতা
রক্ষাকবচ
মায়ের মুখেতে উদ্বেগ জমা বংশধরের রক্ষাবীজ
এনেছেন পুরে অমোঘ দাওয়াই, বেঁধে দিয়েছেন হাতে তাবিজ
আমি উদাসীন, পারের মায়ায় পাপের বোঝায় ডোবা মানুষ
কেবল জেনেছি তুমিই মনেতে তোমার প্রেমেই রই বেহুঁশ
শরীরের ভাঁজে ভেদ-রহস্য, তাকে ঘিরে সব ঘনঘটা
কেউ জানে কি রক্ষাকবচে মন পুরে যায় কার জটা?
ফিরে ফিরে মুসাফির
১.
পানির কদর সেই তো জানে- যে ভেসেছে কে জানে আর
মনের কী দোষ- কন্যার মন ভুলোমনেই দিচ্ছে সাঁতার!
২.
সমে নাই ফাঁকে নাই- বেতালে মজেছে আজ অবাক জলধি
সব ভেসে গেলে জানি এর নাম, ব্যাধি!
৩.
সেই সব দেয়া নেয়া খুনসুটি মজে গ্যাছে আজ উপহাসে-
অনুযোগ কারো নয়- মধুমাসে শীত ঘিরে আসে!
এইচআর/এমএস