ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রচয়িতার সপ্তম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশ

প্রকাশিত: ০৬:০৬ এএম, ১২ নভেম্বর ২০১৫

‘সাহিত্যের উন্মুক্ত দুয়ার’- স্লোগানকে ধারণ করে প্রকাশিত হয়েছে সাহিত্যের ছোটকাগজ ‘রচয়িতা’। জামালপুরের রচয়িতা সাহিত্য পরিষদের সার্বিক তত্ত্বাবধানে কবি আরিফুল ইসলামের সম্পাদনায় কাগজটির সপ্তম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে।

রচয়িতার বর্তমান সংখ্যার প্রথম পর্বে কবিতা লিখেছেন- আবু হাসান শাহরিয়ার, বাকী বিল্লাহ, খালেদ হোসাইন, রাশেদ রউফ, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, ম. কামরুল হাসান, জসীম উদ্দীন মুহম্মদ, ওয়াহিদ জালাল, নজরুল জাহান, উৎপলকান্তি বড়ুয়া, ভাস্কর চৌধুরী, সৈয়দ মাসুদ রাজা, নুরুল আলম, মোস্তফা কামাল মল্লিক ও কাজী আনিসুল হক।

দৃশ্যকাব্য লিখেছেন- নাট্যকার এম.এস.আই সাগর। ছোটকাগজ নিয়ে আলোচনা করেছেন- সালাহ উদ্দিন মাহমুদ। ভিন্ন ভাষার কবিতার বাংলায়ন করেছেন- আশরাফুল মোসাদ্দেক ও রহমান হেনরী। রচয়িতার মুখোমুখি হয়েছেন- মলয় রায়চৌধুরী।

ছড়া লিখেছেন- জগলুল হায়দার ও আজিজ আহমেদ। ছোটগল্প লিখেছেন- ভোলা দেবনাথ, মোহাম্মদ আনওয়ারুল কবীর। প্রচ্ছদ রচনা লিখেছেন- ছানোয়ার হোসেন। শাস্ত্র নিয়ে লিখেছেন- সৈকত আহমেদ বেলাল, এস.এম আরিফুর রহমান, নরেশ মণ্ডল ও সুমন হাফিজ।

দ্বিতীয় পর্বে কবিতা লিখেছেন- জসীম মেহবুব, বিশ্বজিৎ সেন, অঞ্জন আচার্য, গৌতম সেন, রমজান বিন মোজাম্মেল, সেলিম রেজা, অরুন ভাস্কর, জয়নাল শামীম, আলী আফজাল খান, পাভেল আল ইমরান, রাজেশ চন্দ্র দেবনাথ, শিকদার ওয়ালিউজ্জামান, কাঙিক্ষতা কায়েম সাইকি, নাহিদ হাসান, দোলা আহমেদ, মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, নাহিদ ধ্রুব ও আরিফুল ইসলাম।

দেশের বিভিন্ন স্থানে রচয়িতার কপি পাওয়া যাচ্ছে। রচয়িতায় লেখা পাঠাতে চাইলে যোগাযোগ করুন- সম্পাদক আরিফুল ইসলাম (০১৭১২৯৩৯২৮৫),   সহ-সম্পাদক  আজিজ আহমেদ (০১৭১২৮৮৫৬১৩) ও সালাহ উদ্দিন মাহমুদের (ঢাকা-০১৭২৫৪৩০৭৬৩) সঙ্গে।

এসইউ/এইচআর/আরআইপি