সেরা লেখক ও সেরা বইয়ের পুরস্কার পেলেন সাদাত হোসাইন
দেশের সর্ববৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২০’ ঘোষণা করা হয়েছে। এতে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন।
গত ৮ ডিসেম্বর রকমারির ফেসবুক পেজে ২০২০ সালের বইমেলার বেস্টসেলার পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ২০২০ সালের বইমেলা উপলক্ষে ঘোষিত ‘সেরা লেখক’ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন তিনি। এ ছাড়া তার বহুল আলোচিত উপন্যাস ‘অর্ধবৃত্ত’র জন্য ‘সেরা বই’ ক্যাটাগরিতেও পুরস্কার লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‘এ প্রাপ্তির পুরোটাই পাঠকের। কারণ পাঠকরা অপার ভালোবাসায় আমাকে আগলে রেখেছেন। তারা গভীর মমতায় পাশে থেকেছেন। একজন লেখক হিসেবে আমার কাছে তা স্বপ্নের মতো। আমি এ বেস্টসেলার পুরস্কার পাঠকদের উৎসর্গ করছি।’
তিনি আরও বলেন, ‘আমার নতুন উপন্যাস ‘তোমার নামে সন্ধ্যা নামে’ উপন্যাসের প্রি-অর্ডার চলছে রকমারিতে। এতে ১ হাজার পাঠক অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করার সুযোগ পাবেন।’
উল্লেখ্য, এ বছর ১০টি প্রকাশনী, ১০ জন লেখক ও ১০টি বইকে বেস্টসেলার ঘোষণা করা হয়। বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড নিয়ে বিশেষ আড্ডা রকমারির ফেসবুক পেজে ১০ ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
এসইউ/এমকেএইচ