ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

অপরূপ দুপুর

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০২০

খান মুহাম্মদ রুমেল

এখানে সবুজ বিছিয়ে থাকে সবুজে
এখানে আকাশ মিলিয়ে যায় আকাশে।
এই অমলিন সুন্দরে
তোকে ছুঁতে না পারার ব্যর্থতা
ধুয়ে দেয় অপরূপ দুপুর!
রোদের তেজে এতো ভালোবাসা লুকোনো
কে ভেবেছিলো আগে।

শুধু আমি শুধু তুই
অলস দুপুর ছুঁই।
দূরে কোথাও কোকিল ডাকে-
একদিন সাড়া দেবো তোকে
এবং তাকে।

এসইউ/এএ/এমকেএইচ

আরও পড়ুন