ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিজয় বহরের কাব্য

প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বিজয় বহরের কাব্য

ভেবেছিলাম তোমাকে
কাচা পয়সার মতো হাতের তালুতে বাজাতে বাজাতে যাবো
ভবঘুরে যুবকের মতো তোমার অন্তরে,
সুন্দরী অধরা লস  এঞ্জেলেস।

ভেবেছিলাম তোমাকে নাচাবো বাংলার
লোকনৃত্যের মুদ্রায় আমাদের চতুর্থ বাংলার রাজধানীতে,
পাহাড়ি ঝর্ণার মতো তুমি
কোমরে পরে নিয়ে বাংলার প্রকৃতির আলো-হাওয়া,
মেখলার মতো জড়িয়ে নেবে তোমাকে বাংলার মেঘদল,
হে সুন্দরী চঞ্চলা লস এঞ্জেলেস।

তুমি আমাদের মুক্তিযুদ্ধের নৃশংসতা আর সৌন্দর্য দেখোনি জানি!
শুধু জানো আমাদের বিজয়ের নিশান পতপত করে উড়ছে তোমার হৃদয় বরাবর!
এ-জামানার বাঙালি তরুণের মতো তুমিও শুনেছো তার বিষাদময় গাথা,
সংগ্রামের নৃত্যকলা পরবাসী বাঙালির মুখে।
বিজয় বহরের আনন্দ-মিছিল দেখেছো তুমি
ডিসেম্বরের কনকনে শীতের রোদে পিঠ দিয়ে প্রতিবার,
 আর কি কি জানো তুমি?

ভেবেছিলাম তোমাকে শোনাবো আমার সংগ্রাম আর
বিজয়ের নিপুণ মুদ্রার ঝর্ণাধ্বনি।
কিন্তু তোমার ব্যস্তজীবনের নিখিলে মেলে না একফোটা সময়!
ইঁদুর দৌড়ে ব্যস্ত পৃথিবীর মেয়ে তুমি,
অনেক ব্যাকুল প্রেমিকের কাক্ষিতা তুমি সোনামুখি,
তোমার রূপালি-মুখর শরীর আমাদের অন্তরের সবুজ জমিনে চিরভাস্বর হয়ে নিশান তুলেছে কোরিয়া টাউনে, লিটল বাংলাদেশ,
আমাদের রক্তাক্ত স্বাধীনতার লাল পতাকা।
তুমি তার ছায়ায় বসে দেখো আমাদের উদযাপন, আমাদের অন্তর-কামনার
বন্দনা  আর প্রাণময় নান্দনিক উৎসব।

আজ এসো আমাদের উচ্ছল মিছিলে, শরিক হও সুন্দরী আমার,
ভাস্কর্যের মতো স্থাণু থেকো না অটল বসে,
তোমার কমনীয় ত্বকের উদ্ভাস দেখাও আমাদের,
শেখাও নতুন কিছু এই রণক্লান্ত, বিজয়ী, ভাস্বর
মগ্নচেতন আমাদের,
এসো সুন্দরী লস এঞ্জেলেস,
সামিল হও আমাদের বিজয় মিছিলে।

১০/২২/১৫
পোমোনা, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

এইচআর/আরআইপি