ইচ্ছে বানাই
সানজিদা সামরিন
আমার সৃষ্টি যেসব বৃষ্টি
রঙ যে তার লাল
না হোক জল গভীর নীল
হোক সবুজাভ শঙ্খচিল
আমার আঁকা ছবি সাজাই
নিজের মনভরে
তোমরা যা খুশি তাই বলো
আমার মন বাঁধবে কী করে?
বলছো তুমি আকাশ তো নীল
দিচ্ছি কেন সাদা?
শোনো তবে, আমার মন কি তোমার মতোন বাঁধা?
মেঘে দেই হলুদ আর নীলে মাখাই হাতি
আমার বাঘ হয় বেগুনী বা ভীষণ গোলাপি!
অবাক তুমি বলছো আমায়-
মেঘের রঙ হলুদ আর হাতির রঙ নীল!
সত্যিকারের সঙ্গে কোথাও আছে কোনো মিল?
এসব কথা শুনে আমার বড্ড হাসি পায়
কল্পনাকে বন্দী করে খাঁচায় রাখা যায়?
মনটা খুলে দাও না কেন, ইচ্ছেমতো ভাবো
মনের মতো রঙ মিশিয়ে যা খুশি তাই আঁকো।
তোমার ধরায় তোমার সৃষ্টি তোমার মতোই হবে
সত্যিকারের সাথেই কেন মিল রাখতে হবে?
মনের কথা শুনেই আমি আঁকছি বারে বারে
তোমরা যা খুশি তাই বলো
আমার মন বাঁধবে কী করে?
এইচএ/এমএসএইচ