ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

নির্মল করো পরিবেশ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০

সিবগাতুর রহমান

বলি তোরা থাক না ঘরে
কী এমন কাজ বাহিরে,
দরজাটা সাঁটিয়ে দিয়ে
বসে থাক ঘাপটি মেরে।

বাহিরের বায়ুতে আজ
অশুভর চলছে স্বরাজ,
না জানি কার ছোঁয়াতে
জীবনে পড়বে যে বাজ।

চেয়ে দেখ বাহির পানে
কী বিপদ কে তা জানে,
নয়নে তো যায় না দেখা
ধেয়ে আসে হৃদয় পানে।

চারপাশ রাখতে শোধন
মানুষের জাগাও বোধন,
মুছে ফেলো সব জঞ্জাল
পরিবেশ করছে রোদন।

ধুয়ে দুই হাত বারেবারে
বসে থাকো সবাই ঘরে,
দেখি বেটা কেমন করে
ছুটে এসে ধরবে তোরে।

অসহায় পড়শি তোমার
ঘরে নাই যাদের আহার,
থাকিও তাদের পাশে
ভালোবাসা দিও অপার।

অন্তরে জ্বালাও আলো
মুছে যাক সকল কালো,
বিধাতাকে স্মরণ করো
তাতে হবে সবার ভালো।

ডাকো তাঁরে কায়োমনে
দিবস রাতে সঙ্গোপনে,
থাকবে না বিপদ জানি
সে সাহস জাগাও প্রাণে।

এসইউ/এমকেএইচ

আরও পড়ুন