ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বইয়ের মোড়ক উন্মোচন : আয়োজকের মুখে কালি নিক্ষেপ

প্রকাশিত: ০৯:৩১ এএম, ১২ অক্টোবর ২০১৫

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজক সুধেন্দ্র কুলকার্নি শিবসেনার সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সোমবার নিজ বাড়ির সামনে শিবসেনার সমর্থকরা তার মুখে কালি নিক্ষেপ করেছেন।

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে নেহরু সেন্টারে কাসুরির লেখা `নেইদার হক নর আ ডাভ : অ্যান ইনসাইডার অ্যাকাউন্ট অব পাকিস্তানস ফরেন রিলেশনস` বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিলো সুধেন্দ্র কলুকার্নির।

এর আগে খুরশিদের বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের হুমকি দিয়েছিলো শিবসেনা। শিবসেনা অনুষ্ঠানটি বাতিলের আবেদন জানালে কুলকার্নি শিবসেনা নেতা উধাব থ্যাকারের সঙ্গে রোববার রাতে দেখা করেন।

তারপরেও তারা বইয়ের এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিরোধীতা করে। কুলকার্নি এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিলেন। তার অভিযোগ, সোমবার তার বাড়ির সামনেই কয়েক জন শিবসেনা সমর্থক তাকে আক্রমণ করে। এর পর তার মুখে কালি ছুড়ে মারেন তারা।

পরে মুখে কালি নিয়েই খুরশিদ মাহমুদ কাসুরিকে সঙ্গে নিয়ে কুলকার্নি সংবাদ সম্মেলন করেন।

এসআইএস/পিআর