ফাত্তাহ তানভীর রানার বসন্তের কবিতা
ফাল্গুনের রং
ফাগুন এত রঙিন আগে বুঝিনি
ফাগুন আগুন ঝরায় আগে জানিনি
এ আগুনের বড় উত্তাপ
তবুও আগুনের সনে হলো ভীষণ সদ্ভাব
ফাগুন রং ছড়ায় আর আগুন জ্বালা ধরায়।
স্তম্ভিত নির্বাক সবাই!
ফাগুনের এত রং,
আগুনের এত জ্বালা!
এত রং এত জ্বালায় তনুলতা শশব্যস্ত!
গোধুলির আলো সূর্যোদয়ের প্রভা সবই ম্লান
ফাল্গুনের আগুন ঝরানো রঙের কাছে।
বসন্ত আসবে না?
শিশিরের জলে পা ভেজে আর মন আনচান করে
শিশির আর ঝরবে না
কোকিল আর গান গাইবে না
প্রকৃতি নিথর।
তবে কি বসন্ত আসবে না?
অর্থহীন বসন্ত
সুন্দর বসন্ত চলে গেল
কোনো কবিতা লেখা হলো না;
ফুল-কলি-পল্লব আর দেখা হলো না
কোকিলের ডাক অর্থহীন হয়ে রইল।
আমার সাথে পড়ত যে মেয়েটি
তাকে ভালোবেসে ফেললাম
কিন্তু বলা হলো না।
এসইউ/এমকেএইচ