ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বর্ষা উপলক্ষে শুভজনের বিশেষ আয়োজন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ জুলাই ২০১৯

শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শুভজনের উদ্যোগে বর্ষার বিশেষ অনুষ্ঠান ‘গান কবিতা কথামালা’র আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল। বিশেষ অতিথি ছিলেন নজরুল সংগীতশিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, কবি ও কথাশিল্পী হিরন্ময় আজাদ।

শুভজনের প্রতিষ্ঠাতা ও আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে গান পরিবেশন করেন নজরুল সংগীতশিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ এবং শিরিন আক্তার চন্দনা।

shuvojon-in

এছাড়া সংগীত পরিবেশন করেন রুবিয়া মল্লিকা, বিডি হৃদয়, শিলা পারভিন, প্রত্যয় ও আজহারউদ্দীন। দোতারায় বৃষ্টির মোহনীয় সুর তোলেন সুমন শীল।

গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করেন তরুণ রাসেল, রেহান রুবেল, নিপা চৌধুরী, ইসরাত মিতু ও ইমরান পরশ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের চমৎকার সংগীত পরিবেশনা ভিন্নমাত্রা এনে দেয়।

এসইউ/পিআর

আরও পড়ুন