ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

এসবিএসপি সম্মাননা পেলেন ৮ কবি ও কথাশিল্পী

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ জুলাই ২০১৯

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৮ জন কবি-কথাশিল্পীকে সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। সোনার বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে (এসবিএসপি) গত ৬ জুলাই বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ সম্মাননা দেওয়া হয়।

এ বছর কবি আলমগীর রেজা চৌধুরী, শিশুসাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী, গীতিকবি অতনু তিয়াস, শিশুসাহিত্যিক জ্যোৎস্নালিপি, ঔপন্যাসিক কিঙ্কর আহসান, বিজ্ঞান লেখক রনক ইকরাম, গল্পকার সাইফ বরকতউল্লাহ, শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল এ সম্মাননা পান।

এছাড়া ২৩ জন লেখককে তাদের গ্রন্থের জন্য দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক।

নীতুল প্রকাশনীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। অনুষ্ঠান উদ্বোধন করেন শিশুসাহিত্যিক আসলাম সানী। প্রধান আলোচক ছিলেন কবি কাজী রোজি, চলচ্চিত্রনির্মাতা ও কবি মাসুদ পথিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি তারেক হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ফখরুল হাসান।

এসইউ/এমএস

আরও পড়ুন