ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শেষ হলো এনএবিসি কনভেনশন

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্কে দুই দিনব্যাপী নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) সফলভাবে শেষ হয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বর বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের অভিজাত পেনসিলভেনিয়া হোটেলের দি প্যান প্লাজা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কনভেনশন।

শনিবার বিকেল তিনটায় এই কনভেনশনের অানুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ওয়াকিল আহমেদ। এছাড়া সম্মেলনে মিডিয়া ব্যক্তিত্ব শফিক রেহমান, কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সতিনাথ মুখোপাধ্যায়, ড. খালেকুজ্জামান মতিন, ড. মিয়া মোহাম্মদ আদেল, ড. নজরুল ইসলাম, ড. সালাহউদ্দিন আইয়ুবসহ প্রবাসের একঝাঁক লেখক-সাহিত্যিক-সাংবাদিকরা অংশ নেন।

শনিবার দুপুর থেকেই প্রবাসের ৭০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেয়। তাদের সমবেত সঙ্গীতের পরই শুরু হয় অন্যান্য পর্ব। একে একে বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশের মহান শহীদ ও ৯/১১`র নিহতদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ওয়াকিল আহমেদ বলেন, এটা খুবই গর্বের বিষয় এই বিদেশেও বাঙালি জাতি তার শিকড় ভুলে যাচ্ছে না। এই প্রজন্ম এগিয়ে যাচ্ছে নিজ সাহিত্য, নিজ ভাষা ও সংস্কৃতির দিকে।

এছাড়া বক্তব্য রাখেন, শফিক রেহমান, কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সতিনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেয়- স্কুল অব মিউজিক, সংগীত পরিষদ, সুরবাহার, হিন্দোল সঙ্গীতালয়, বহ্নিশিখা সংগীত নিকেতন, স্মরলিপি স্কুল অব মিউজিক, প্রিয়া ডান্স স্কুল, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি ইউএসএ, বাংলাদেশি অর্গানাইজেশন, ম্যানহাটন বাংলা ও সাংস্কৃতিক স্কুল, পণ্ডিত কৃষাণ মাহারাজ তাল তরঙ্গ ইনস্টিটিউট, ওস্তাদ খুরশীদ খান ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠন।

৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মূলমঞ্চে ভাষণ প্রদান করেন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা নীনা আহমেদ। তিনি প্রবাসে বাঙালিদের আরো ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার মূলধারার রজনীতির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, এই প্রজন্মকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। বাংলাদেশিদের স্বার্থ দেখার জন্য ওবামার অফিস খুবই তৎপর।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- ব্ল্যাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন, জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, এটিএন তারকা রেজওয়ান, ক্ষুদে গানরাজ পড়শী, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহরিন সুলতানা, শাহ মাহবুব, কৌশলী ইমা, কামরুজ্জামান বকুল, স্বপ্না কাউসার, বাবলী হক প্রমুখ। এছাড়া নতুন প্রজন্মের সমন্বয়ে নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক স্কুল ও সংগঠন সঙ্গীত পরিবেশন করে। ফ্যাশন শোতে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত মিস নিউইয়র্ক মৌমিতা খন্দকার এবং মাজেদ ডিজায়ার। শনিবার রাত দুটা পর্যন্ত চলে এই জমকালো অনুষ্ঠান।

Seminer

৬ সেপ্টেম্বর দুপুরে `বাংলাদেশে গণতন্ত্রায়নে গণমাধ্যমের ভূমিকাঃ চ্যালেঞ্জ ও করণীয়` শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন শফিক রেহমান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, ইমরান আনসারী ও আমেরিকান চ্যানেল এবিসির সাংবাদিক অনিভা জামান।

শফিক রহমান তার ৩০ মিনিটের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন- আজকে দাবি করা হচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ; এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলে সমুদ্রপথে বিভিন্ন দেশ পাড়ি দিতে গিয়ে এতগুলো মানুষকে মরতে হতো না।

শফিক রেহমান বলেন, গণমাধ্যমকে সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে তা উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে দেশ কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান বলেন, আজকে শফিক রেহমান যেসব কথা বলেছেন তা সাম্প্রতিক। কিন্তু গণমাধ্যমের দুর্দশার জন্য দায়ী দ্বিধাবিভক্ত সাংবাদিকরা। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিভাজন সৃষ্টি হয়েছে অতীতে বিএনপির আমলে। সেসময়ে জাতীয় প্রেসক্লাবে পুলিশ প্রবেশ করে সাংবাদিক নির্যাতনসহ নানা বিষয়ই আজকের এই পরিণতি।

রোববার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড তারকা মৌ মুখার্জি ও ঐশ্বরিয়া নিগম দর্শকদের মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত। দুই হাজারের অধিক প্রবাসী অংশ নেন এই কনভেনশনে। ২০১৬ সালে এনএবিসি কনভেনশন অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিল শহরে। এছাড়া ২০১৭ সালে হবে ফ্লোরিডায়।

এসআইএস/এআরএস/পিআর