ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ম্যান বুকার পেলেন অস্ট্রেলীয় লেখক ফ্ল্যানাগান

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৫ অক্টোবর ২০১৪

চলতি বছর ম্যান বুকার পুরস্কার লাভ করলেন অস্ট্রেলিয়ান লেখক রিচার্ড ফ্ল্যানাগান (৫৩)। লন্ডনের গিল্ড হলে মঙ্গলবার রাতে সাহিত্যের এই সম্মানজনক পুরস্কারটির বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। খবর বিবিসির।

কর্নওয়ালের সম্রাজ্ঞী ফ্ল্যানাগানের হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কার তুলে দেন। যুদ্ধকালীন প্রেমকাহিনী নিয়ে রচিত ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য এ পুরস্কার লাভ করলেন তিনি।

তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ম্যান বুকার পুরস্কার লাভ করলেন ফ্ল্যানাগান। এর আগে থমাস কেনিলি শিন্ডলারস আর্ক ও পিটার ক্যারে এ পুরস্কার লাভ করেন। এবারই প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সাহিত্য রচনাকারী সব লেখকদের জন্য পুরস্কারটি উন্মুক্ত করা হল।