ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বই নিয়ে দেশের প্রথম অ্যাড ফিল্ম

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

টিভি বা অনলাইনে আমরা আজকাল এক ধরনের বিজ্ঞাপন দেখা যায়। তবে এই প্রথম গ্রাহকদের টার্গেট করে ডিজিটাল প্লাটফর্মে বই নিয়ে অ্যাড ফিল্ম নির্মাণ করেছন তরুণ নির্মাতা মুনতাসির আকিব।

এই প্রজন্মের জনপ্রিয় লেখক কিঙ্কর আহসানের নয়টি বই নিয়ে দেড় মিনিটের ওভিসি তৈরি করেছেন তিনি। এ বিষয়ে আকিব বলেন, ‘বইয়ের মার্কেটিংটা আমাদের খুব মান্ধাতা আমলের। বই নিয়ে বিজ্ঞাপনের আইডিয়া শেয়ার করার জন্য যুঁতসই কাউকে খুঁজছিলাম। সেই হিসেবেই লেখক কিঙ্কর আহসানের সাথে আইডিয়া শেয়ার করি। আমার আইডিয়া শুনে তিনি আগ্রহী হলেন। তাছাড়া উনার লেখার প্রতি আমার নিজেরও একটা দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে উনার বই নিয়েই প্রথম কাজটা করার দুঃসাহস করি।’

সম্প্রতি রাজশাহীতে টানা চারদিনের শুটিংয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে বই নিয়ে দেশের প্রথম ওভিসি। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগির ‘ফিল্ম ম্যানিয়া’র ব্যানারে অনলাইনে দেখা যাবে বই নিয়ে তৈরি বাংলাদেশের প্রথম ওভিসিটি।

আইএন/এমএবি/আরআইপি

আরও পড়ুন