ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

খোলা আকাশের নিচে শুভজনের বর্ষা বরণ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২২ জুলাই ২০১৮

বর্ষা বরণ উপলক্ষে শুদ্ধধারার সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শুভজনের আয়োজনে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ অনুষ্ঠিত হয়। ২০ জুলাই সন্ধ্যায় পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

শুভজনের সভাপতি কবি নইম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি কাজী রোজী এমপি। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি ও কথাসাহিত্যিক শাফাত শফিক, পরিচালক জাকির হোসেন রাজু, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল, শিল্পপতি ওয়াদুদ চৌধুরী ও গীতিকবি এম আর মনজু।

jagonews24

শুভজনের সাধারণ সম্পাদক তরুণ রাসেলের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন রুবিয়া মল্লিকা, শারাবান তহুরা কান্তা, শিলা পারভিন, রাজসি ও পুষ্পিতা। বৃষ্টির গানে নৃত্য পরিবেশন করে রাজসি ও রাইদা। আবৃত্তি করেন তরুণ রাসেল, সালাহ উদ্দিন মাহমুদ, নিপা চৌধুরী, রেহান রুবেল, ইমরান পরশ ও সৃজা।

এসইউ/আরআইপি

আরও পড়ুন