ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রকমারিতে পাওয়া যাচ্ছে জাগো নিউজের ঈদ সংখ্যা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৩ জুন ২০১৮

সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের পাশাপাশি রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে জাগো নিউজের ঈদ সংখ্যা ২০১৮।

প্রতিবারের মতো এবারের ঈদ সংখ্যাতেও রয়েছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, রহস্য গল্প, ইতিহাস, সংস্কৃতি, সাক্ষাৎকার, খেলাধুলা, লাইফস্টাইল, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও রান্নাসহ নানা আয়োজন।

জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘রকমারির মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠকরা ঈদ সংখ্যা সংগ্রহ করতে পারবেন। প্রতিবারের মতো এবারের ঈদ সংখ্যাতেও রয়েছে বৈচিত্রময় সব লেখা।’

সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় এবারো একটি সমৃদ্ধ ঈদ সংখ্যা পাঠকের হাতে তুলে দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, সাক্ষাৎকার, খেলা, ভ্রমণ, বিনোদন, রান্না, সাজসহ বিষয়বৈচিত্র্যে অনন্য এই সংখ্যা।’

ঈদ সংখ্যার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অলংকরণ করেছেন উত্তম সেন ও ইসমাত জেরিন তৃষা। রকমারি ডট কম থেকে ঈদ সংখ্যা কিনতে ভিজিট করুন - www.rokomari.com/book/165403

৩০৪ পৃষ্ঠার বর্ণিল ঈদ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা। এবারের ঈদ সংখ্যায় লিখেছেন শামসুজ্জামান খান, হারুন হাবীব, মোস্তাফা জব্বার, ফকির আলমগীর, ইমদাদুল হক মিলন, মোস্তফা কামাল, তুষার আব্দুল্লাহ, মাসুদা ভাট্টি, মোহিত কামাল, সেলিনা হোসেন প্রমুখ।

এএ

আরও পড়ুন