শুভ জন্মদিন আবদুল্লাহ আবু সায়ীদ
বাংলাদেশের বিশিষ্ট্য সাহিত্যিক, সংগঠক, শিক্ষাবিদ ও টেলিভিশন উস্থাপক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। ১৯৩৯ সালের ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈত্রিক নিবাস বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত কামারগাতি গ্রামে। তার পিতা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। শিক্ষক হিসেবে পিতার অসামান্য সফলতা ও জনপ্রিয়তা শৈশবেই তাকে শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট করে।
ষাটের দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয়, তিনি ছিলেন তার নেতৃত্বে। সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেদিনের নবীন সাহিত্যযাত্রাকে তিনি নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করে রেখেছিলেন এক দশক ধরে। `আলোকিত মানুষ চাই` আন্দোলনের পুরোধা সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বরেণ্য এই শিক্ষাবিদের জন্মদিনে তার গড়া প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ঘরোয়া পরিবেশে শুভেচ্ছা অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
এসকেডি/এমএস