ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সাহিত্যে প্রণোদনা পদক পেলেন হাবীবাহ্ নাসরীন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

‘আবুল খায়ের মুসলেহ উদ্দীন সিএনসি প্রণোদনা পদক-২০১৭’ পেয়েছেন সাংবাদিক, কবি ও ঔপন্যাসিক হাবীবাহ্ নাসরীন। একইসঙ্গে ডা. আব্বাস উদ্দীনকে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম সিএনসি পদক-২০১৭’ এবং সাংবাদিক মেহেদী হাসানকে ‘আরাকান সিএনসি প্রণোদনা পদক-২০১৭’ প্রদান করা হয়। সোমবার বিকেলে রাজধানীর নজরুল একাডেমীতে সেন্টার ফর ন্যাশনার কালচার (সিএনসি) এ পদক প্রদান করে।

habiba1

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম ও সাহিত্যিক আবুল খায়ের মুসলেহ উদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। কবি ফয়জুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ড. কামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক শাহ আবদুল হালিম, নজরুল একাডেমীর সহ-সভাপতি এম এ হান্নান, সাংবাদিক ওবায়দুল্লাহ, কবি মির্জা সিকান্দার, ডা. আব্বাস উদ্দীন, কবি নাসির হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক। কথা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি আবিদ আজম, কবি সাঈদ জোবায়ের, ফরিদুল ইসলাম নির্জন, মুহসিন উদ্দীন তাজ, কামাল মুস্তাফা, জাহিদ সজল, ইউনুস ফারাবী, সুজন মাহমুদ, রবিউল কমল, সানজিদা সূচি, ইসরাত জেরিন শান্তা ও আবদুল্লাহ আল নাইম, রুহুল আমিন ও আবদুল মজিদ। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নূরুল ইসলাম মামুন।

এইচআর/এমএস