ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দন্ত্যস রওশনের অণুকাব্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৭:৫১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

এক.
পেছনে থেকে
নানা কথা কয়,
সব কথা
শুনিতে কি হয়।

দুই.
নয়নের মাঝে
নিয়েছো তো ঠাঁই ,
ছানি পড়িয়াছে
দেখিতে না পাই ।

তিন.
নিজের মতো
আমি সব চাই,
তাই তো আমি
কিছু পাই নাই।

চার.
সবার মধ্যে ডিভিশন,
ঘরে ঘরে বিভীষণ!

পাঁচ.
বাজে কথার
নেইকো শেষ,
তারাই চালায়
আমার দেশ।

ছয়.
মাথার উপর
তৈরি হবে ছাদ,
যদি আমায়
করিস অনুবাদ।
নিজের বুকের পাটা,
বিঘায় হাজার কাঠা।

সাত.
মানুষ থেকে
মানুষেরা দূরে,
পিষাচেরা
আশেপাশে ঘোরে।

আট.
জন্ম হোক যথা-তথা
পয়সা পাতিই বড়ো কথা।

এইচআর/আরআইপি

আরও পড়ুন