একরাম আজাদের দু’টি কবিতা
বর্ষার বিপরীতে
শোর উঠেছে
আষাঢ়ের পালকে আগুন লেগেছে এবার।
মেঘকে ভালোবাসতে গিয়ে
গতকাল
নাকি পুড়ে গেছে দু’জোড়া কুমারীঠোঁট,
ও’পাড়ায় তার বিদ্রোহ করছে সব সফেদ সারস।
তুমি বর্ষাকে সতীন ভাবো বললেই
আমি চাতকের বিরোধীতায় নেমেছি,
চেয়েছি
শ্রাবণ নামের কোনো মাস যেন বৃষ্টির প্রতিনিধিত্ব না করে;
বোশেখী ধোঁয়া উঠুক
প্রত্যেক আষাঢ়ে আকাশ বেয়ে।
আজ তবে আমার ভালোবাসা যে সত্যিকারের
প্রমাণ হলো,
তোমার বুকে এখনো কি শুধুই মাংসের গন্ধ,
বরুণা?
****
বিড়াল
নাগরিক চাকার মতোন
আ’সন্ধ্যা বহুমুখী-প্রতারণার নারীর ভিড় উজিয়ে
রাত্তিরে যখন স্বদখলের খুপরিতে ফেরৎ আসি,
কিশোরী প্রেমিকার হৃদ্যতাও টানতে পারে না আর।
বরং
আমি সটান শুইয়ে পড়ি উত্তর থেকে দক্ষিণে।
অথচ মাঝরাতে আমার দরোজায় ওঠে কান্নার রোল—
দুর্নীতিবাজ কোনো কালো বিড়াল
আমার প্রাক্তনের সুর নকল করে বিলাপ ধরে
অতীত অসহ্য স্মৃতির।
ক্রুদ্ধ আমি লাঠি-হাতে তেড়ে গিয়েও ব্যর্থ হই প্রতিটি প্রত্যুষ।
নেহায়েত একটা বিড়াল আমায় হারিয়ে দেয়।
এসইউ/পিআর