ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

থেমিস এর কান্না

জাফরী আল ক্বাদরী | প্রকাশিত: ০৬:২০ এএম, ২৬ মে ২০১৭

চোখে কালো পট্টি, হাতে দাঁড়িপাল্লা
তাই নিয়ে মোল্লারা, দেখো করে হল্লা।
প্রাণ নেই সে নারীর, পাথরের মূর্তি
ভেঙে ফেলে হেফাজত, আজ করে ফুর্তি!!
নামেই তো দেবী সে, কেউ ফুল দেয় না
শাড়ি পরে রেখে ঢেকে রক্ষা সে পায় না।

গ্রিক দেবী না থাকিলে কিবা আসে যায়
এ কথা বলছো যারা, এড়াতে সে দায়
মূর্তিটা ভাঙলে কিবা ক্ষতি তাতে?
ফলাফল একদিন পাবে হাতে-নাতে
জেনে রাখো, এ কেবল শুরু বিনাশের
ভাঙবে মূর্তি ওরা, শেখ মুজিবের।

আবদার বেড়ে যাবে তেঁতুল শফির
হেফাজত না মানলে হবে গো কাফির।
পাঠ্যপুস্তকে সারা হলো খৎনা
ঢিলা-কুলুখ হাতে নাও, ফেলে বদনা।

লা কুম দীনুকুম ওয়াল ইয়া দীন,
আয়াতটা হয়ে গেছে অর্থবিহীন।

আরএস/এমএস