ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

চেনা শহর

প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ মে ২০১৭

বহুদিন পর চেনা শহরে অচেনা আমি—
একা একা শহর দেখছি।
সহসা বুকে এমন শূন্যতা হয় না, জানো?
সমস্ত শহর আমার চেনা।

সেই একই পথ, একই বাহন—
একইভাবে দাঁড়িয়ে আছে
রাস্তার দু’পাশের গাছপালাগুলো।

প্রখর রৌদ্রেও কী মায়াময় প্রকৃতি—
জানো, কৃষ্ণচূড়ার রঙে শহর সেজেছে আজ।
কোথাও কোথাও বদলেছে ইট-পাথরের দেয়াল,
তবু এ শহর একই আছে।

বাতাসে ভেসে বেড়ায় তোমার সুবাস—
একই শহরে তুমি-আমি
দু’জন- দু’প্রান্তে
ছুটে চলেছি একা...

একই আত্মার মিলন, একই হৃদস্পন্দন,
এক আকাশের নিচেই বসবাস—
তবু কেউ কারও নই।

এসইউ/আরআইপি

আরও পড়ুন