পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে ছিন্নপত্র
ছিন্নপত্র প্রকাশনের উদ্যোগে ‘ছিন্নপত্র পাণ্ডুলিপি পুরস্কার’ প্রদানের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত নিয়মে পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।
নিয়মাবলী
• যাদের আগে কোনো বই প্রকাশিত হয়নি, কেবল তারাই অংশগ্রহণ করতে পারবেন।
• পাণ্ডুলিপি ছিন্নপত্র প্রকাশনের ই-মেইলে সুতন্বিএমজে ফন্টে এমএস ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে পাঠাতে হবে।
• ইউনিকোডে পাঠানো পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।
• পাণ্ডুলিপি পাঠানো যাবে ৩০ জুন ২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।
পুরস্কার
• সেরা পাণ্ডুলিপিকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।
• ছিন্নপত্র প্রকাশন নিজখরচে পাণ্ডুলিপি বই আকারে ছাপাবে।
• এছাড়া সেরা দশটি পাণ্ডুলিপিকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
পাণ্ডুলিপি পাঠানোর ঠিকানা
ছিন্নপত্র প্রকাশনের ই-মেইল [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
যোগাযোগ
ছিন্নপত্র প্রকাশন, ৪৩ কনকর্ড এম্পোরিয়াম, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৫। আলাপ- ০১৭৮৯ ২৬৫০১৬, ০১৯৩৮ ৪১৬৬৫৩।
এসইউ/এমএস