ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রুখে দাঁড়াও

জাফরী আল ক্বাদরী | প্রকাশিত: ০৭:০৭ এএম, ২০ এপ্রিল ২০১৭

মনে পড়ে খুব বেশিদিন আগের কথা নয়,
যেদিন সবাই ধর্ম মানতো লোক দেখাতে নয়।
এতো টুপি এতো হিজাব তখন দেখা যায়নি,
গরিব দেশে মসজিদ বানাতে টাকার অভাব হয়নি।

শুক্রবার এলেই পরে মনে লাগে ভয়,
না জানি কোন নাশকতার খবর শুনতে হয়।
ওদের কাছে ধর্ম আগে মানুষ নাকি পরে,
নমুনা তার দেখায় তারা মানুষ হত্যা করে।

নতুন করে ধর্ম শেখায় ভিন্ন দেশের মতো,
ধর্মের মাঝে অচেনা কালচার মিলায় শতশত!
কতটুকু যে ধর্মে আছে আর কতটুকু যে কালচার,
সেটুকু বুঝতে কোমলমতি জনগণ হয় নাচার।

ধর্মের নামে করে বলেই হয় না তার প্রতিবাদ,
এ সুযোগে বেড়েই চলে নব্য ক্যান্সার জঙ্গিবাদ।
তাই তো বলি আজকে থেকে ঝেড়ে ফেলো ভয়,
এতোটুকু ছাড়ও আর জঙ্গিবাদকে নয়।

দেশটা তোমার, দেশটা আমার ওদের কিন্তু নয়,
চুপটি করে থাকলে শেষে ওদেরই হবে জয়।
চারিদিকে তাকিয়ে দেখ চোখ কান রাখ খোলা,
ওদের হারিয়েই স্বাধীন হয়েছি যাবে না কিন্তু ভোলা।

তোমার আমার উপেক্ষায় নাশকতা যদি ঘটে,
তার দায়টা আমাদেরও নিতে হবে বটে।

এইচআর/পিআর

আরও পড়ুন