ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

নেপালে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৯ এপ্রিল ২০১৭

নেপালের কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ লিটারারি সোসাইটির প্রস্তুতিমূলক সভায় আশিক রেজা এবং ইমরান মাহফুজের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ১৮ এপ্রিল কাঠমান্ডুর থামেলস্থ থার্ড আই থিয়েটারে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

বই দু’টি হচ্ছে- আশিক রেজার ‘হোয়াট ডাজ সোশ্যাল ক্যালেন্ডার মিন’ এবং ইমরান মাহফুজের ‘দ্য ইক্যুয়েশন অব লাইফ’।

ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শ্রীধর গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের অন্যতম প্রাচীন সাহিত্যপত্রিকা ‘মধুপার্ক’র সম্পাদক শ্রীওম শ্রেষ্ঠা ওরফে রোদন, কবি সুনিতা শর্মা, গল্পকার কুমার শ্রেষ্ঠা, কবি ছবি রমন শিলওয়াল, বাংলাদেশের কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ প্রমুখ।

নেপাল-বাংলাদেশ লিটারারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা নেপাল-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কেননা পারস্পারিক ভৌগলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নৈকট্য বিবেচনায় সাহিত্য-সাংস্কৃতিক ঘনিষ্ঠতর সহযোগিতার উপযোগিতা ও সম্ভাবনা রয়েছে।

বক্তারা বলেন, ‘আমাদের ইচ্ছা এক দেশ থেকে আরেক দেশের বহুভাষিক সমাজব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা। এতে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, দর্শন ও সমাজবিজ্ঞানের প্রচার, প্রসার ও উন্নতিকল্পে আমাদের সংগঠন কাজ করে যাবে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন