ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

লেখিকা জুবাইদা গুলশান আরা মারা গেছেন

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৯ মার্চ ২০১৭

লেখিকা অধ্যাপিকা জুবাইদা গুলশান আরা (৭৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহে...রাজেউন)। রোববার দুপুর আড়াইটায় সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি।

গত শতকের ষাটের দশক থেকে তিনি লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। সাহিত্যচর্চার জন্য ২০০৫ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। এছাড়া জসীম উদ্দীন পদকসহ আরও বিভিন্ন পদকে ভূষিত হন তিনি।

কবিতা, গল্প, উপন্যাস ও নাটকসহ সাহিত্যের নানা শাখায় সফল বিচরণ ছিল তার। উপন্যাস, ছোট গল্প, নাটক, শিশুতোষ ছড়া মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০-এর বেশি। শিশুদের জন্য প্রচুর ছড়া, কবিতা ছাড়াও তিনি বহু শিশুতোষ রচনা রেখে গেছেন।

এএইচ

আরও পড়ুন