ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

জীবনানন্দ দাশের ১১৯তম জন্মদিন

প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মদিন আজ। তিনি ১৮৯৯ সালের আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন। বাবা সত্যানন্দ দাশ ছিলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক। মা কুসুমকুমারী দাশ সাংসারিক কাজের ফাকে ফাকে কবিতা রচনা করতেন।

জীবনানন্দ মায়ের কাছ থেকেই সাহিত্যচর্চা ও কবিতা রচনার প্রেরণা লাভ করেন। কবির রচনাবলি, কাব্যগ্রন্থ-ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। গদ্যগ্রন্থ_ কবিতার কথা। মৃত্যুর পর তার প্রকাশিত উপন্যাস-মাল্যবান, সতীর্থ। ১৯৫৪ সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি কলকাতায় ২২ অক্টোবর পরলোকগমন করেন।

ঘটনা
    ১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
    ১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
     ১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
    ১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
    ১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।

এমআরএম/পিআর