ঘণ্টার মোড়ক উন্মোচন
তরুণদের সংগঠন ইউথ ভিউয়ের প্রথম প্রকাশনা ‘ঘণ্টা’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় রাজধানীর কমলাপুরে ইউথ ভিউ কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের উপ-কমিটির আহ্বায়ক জয়নুল শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়া সম্রাট জগলুল হায়দার।
সদস্য সচিব মারুফ কামরুলের পরিচালনায় বক্তব্য রাখেন- আঞ্জুমান আরা রীমা, বান্দা হাফিজ, ইমরান মাহফুজ, নূর হোসেন, শাহ আনোয়ারুল অনু, ইমামুল মোত্তাকিন, এস এম তানিম হোসেন, সাইদুল ইসলাম, আশরাফ ইকবাল, আলাউদ্দিন আদর, সাকিব আদনান, মো. রেজাউল করিম, তুষার অপু, রাসেল রাজ, এনাম রাজু প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন ফারুক ফরায়েজি, ইকবাল হোসেন রোমেছ, মুহসিনুদ্দীন তাজ, আসাদ আল ইমরান।
এ সংখ্যায় স্থান পেয়েছে ২৬ তরুণ লেখক। এর মধ্যে ২টি অনুবাদ, ২টি নিবন্ধ, ৬টি ছড়া, ১৫টি কবিতা, ১টি গল্প ও ১টি সাক্ষাৎকার রয়েছে।
এসইউ/এমএস