ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

১০ তরুণের সাহিত্যকর্ম পাঠোৎসব

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

কালের ধ্বনির অর্ধযুগপূর্তি উপলক্ষে ১০ তরুণের সাহিত্য পাঠোৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় ডেইলি স্টার সেন্টারের এসএম আলী লাইব্রেরি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।

কবি ও লেখক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ, কবি শোয়াইব জিবরান, সাংবাদিক কাজল রশীদ শাহীন ও কবি আশিক রেজা।

পাঠোৎসবের দশ তরুণ হলেন- কাজী বর্ণাঢ্য, কিঙ্কর আহ্সান, জব্বার আল নাঈম, নিলয় রফিক, শামসুল হক শামস, শরাফত হোসেন, শামস সাইদ, সৌম্য সালেক, মাজহার সরকার ও রাসেল রায়হান।

দশ তরুণকে নিয়ে আলােচনা করেন মাইনউদ্দিন সরকার, মুহাম্মদ মহিউদ্দিন, আশরাফ জুয়েল, আলমগীর রেজা চৌধুরী, জগলুল হায়দার, সরকার আবদুল মান্নান, মাহমুদুল বাসার, হাসান হাবিব, শরীফ সিরাজ এবং ইফতেখার মাহমুদ।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘তরুণদের এই উৎসব অবশ্যই প্রশংসাযোগ্য। এর মাধ্যমে আমাদের শিক্ষা নেয়ার সুযোগ আছে। এই উৎসবের মাধ্যমে তরুণরা সাহিত্যচর্চার ক্ষেত্রে আরো প্রেরণা পাবে।’

ড. কাজল রশীদ শাহীন বলেন, ‘আমাদের তরুণরা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে এক ধরনের ক্রুসেডে অবতীর্ণ হতে পারে। সমাজ-সাহিত্য নিয়ে তারা ভূমিকা রাখতে পারে।’

কবি শোয়াইব জিবরান বলেন, ‘তরুণ সাহিত্যিকদের সৃজনশীলতার উদ্দেশ্য হওয়া উচিৎ সৃজনশীলতার মাধ্যমে পুরনোকে হত্যা করা। আমি সেই অর্থে আজকের তরুণদের কাছে পুরনো এক মানুষ। তারা যদি সৃজনশীলতা দিয়ে আমাকে হত্যা করে, আমার মতো পুরনোকে হত্যা করে বরং আমি খুশিই হবো।’

উল্লেখ্য, ২০০৯ সালের ১০ অক্টোবর থেকে নিয়মিত বিষয়ভিত্তিক প্রকাশনা ‌‘কালের ধ্বনি’ সম্পাদনা করছেন তরুণ কবি ও গবেষক ইমরান মাহফুজ। এ ব্যাপারে ইমরান মাহফুজ বলেন, ‘বাংলা সাহিত্যের চিরাচরিত ধারা আর সমকালীন ধারার একটা মেলবন্ধন ঘটানোর প্রয়াসেই আজকের উৎসব। আগামীতে এ উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে।’

এসইউ/জেআই

আরও পড়ুন