ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

অতন্দ্র প্রহরী

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ মার্চ ২০১৫

আকাশে আমারও মেঘ আছে
তোমার মত, বৃষ্টি

রঙ খেলতে খেলতে
ভেসে বেড়ায়
এই দেখি এই হারায়

খুঁজি, খুঁজতে থাকি
ফিরেও আসে
জীবনের মত, সৃষ্টি
পথ দুলতে দুলতে
নেচে বেড়ায়, ধায়

মাঝরাতে বসন্ত বাতাস পড়া দিলে
বুকে উপুড় হয়ে পড়ে অনন্ত আকাঙ্খা
তুমি থাকো যেও না গো বোধ
তোমার উপস্থিতিই মেঘ বৃষ্টি রোদ!

এএ