ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

একশ’ কবির কবিতা পাঠ ও দাগ সাহিত্য পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

রবীন্দ্র জার্নাল’র আয়োজনে দাগ’র সহযোগিতায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবির কণ্ঠে কবিতা পাঠ ও দাগ সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করা হয়েছে।

৬ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের চেয়ারম্যান ও রবীন্দ্র জার্নালের সম্পাদক ইসরাফিল আলম এমপি।

বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, কাজী রোজী এমপি, অসীম সাহা, নাসির আহমেদ, আসলাম সানী, বিমল গুহ প্রমুখ। নাহিদা আশরাফীর সঞ্চালনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

দাগ সাহিত্য পুরস্কার ২০১৬ পেয়েছেন- কবিতায় কবি খালেদ হোসাইন, ছোটগল্পে সালাম সালেহ উদদীন, শিশুসাহিত্যে আনজীর লিটন, তরুণ কবিতায় জব্বার আল নাঈম এবং গ্রামউন্নয়ন, সংগঠন ও সমাজসেবায় আবু হেনা মোস্তফা কামাল।

তরুণদের মধ্যে কবিতা পাঠ করেন মিজানুর রহমান বেলাল, খালেদ রাহী, শামীম হোসাইন, সানাউল্লাহ সাগর, পলিয়ার ওয়াহিদ, রাসেল রায়হান, সামতান রহমান, সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের প্রকাশনা পার্টনার ছিলো দেশ পাবলিকেশন্স।

এসইউ/পিআর

আরও পড়ুন