হাবীবাহ্ নাসরীনের কবিতা
মানুষ তুমি আকাশ হয়ো
একলা লাগে রাত, একলা লাগে ভোর
একলা লাগে সকাল-সন্ধ্যা, একলা দ্বি-প্রহর
একলা আমার ঘুম এবং একলা জেগে থাকা
একলা মাথার বালিশ আমার, একলা হাতের পাখা
একলা আমার কপোলে তিল, একলা নাকের ফুল
মন খারাপের মেলার ভিড়ে একলা কিছু ভুল
একলা কিছু অচেনা গান, একলা কিছু কথা
হাজার কোলাহলের শেষে একলা নীরবতা
একলা আমার হলদেটে খাম, একলা শাদা চিঠি
একলা ছন্দ, একলা দ্বন্দ্ব, একলা খিটিমিটি
একলা আকাশ একলা পাখি একলা পাখির পালক
সেই পাখিটির ঘর খুঁজেছে একলা অবুঝ বালক
একলা আমি একলা তুমি একলা বুঝি সেও
ফেরার পথে যে যার মতো একলা হেঁটে যেয়ো
একলা এমন বিকেল শেষে একলা এলে রাত
মানুষ তুমি আকাশ হয়ো, হয়ো সবুজ চাঁদ
নীলচে আলোয় পুড়িয়ে দিয়ো একলা বুকের ক্ষত
মানুষ তুমি জোছনা হয়ো জোনাক পোকার মতো।
এসইউ/এনএইচ/আরআইপি