ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বইমেলায় আলীর ‘অবচেতন অনুভূতি’

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আলী হোসাইনের কাব্যগ্রন্থ ‘অবচেতন অনুভূতি’। এটি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। লেখক ছেলে বেলা থেকেই কবিতা লিখেন।

বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন তানজিল রিমন। এতে মোট ৪২টি কবিতা রয়েছে। মেলার ২৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আলী বলেন, সে খুব বেশি লেখে না। কষ্ট থেকে তার লেখাগুলো হয়তো ভালো হয়। কষ্ট লাঘবের জন্যই তার লেখালেখি। নিজের অজান্তেই কবিতার প্রতি একটা প্রেম তৈরি হয়ে গেছে।

তিনি বলেন, কষ্টের অথৈ জলে হাবুডুবু খেতে খেতে হতাশায় নিষ্পেষিত হয়ে মানুষটিকে বেঁচে থাকার আশা, নব উদ্দীপনা, শক্তি ও সাহস যে সঞ্চার করে এই কবিতা। কবিতা পড়ে শান্তি পাই। আর পড়তে পড়তেই লেখার শুরু।

এমএএস/আরআই