ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সন্তোষ চক্রবর্তীর তিনটি কবিতা

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৮ অক্টোবর ২০১৬

নদীর মতো

আমরা সকলেই নদী
সময় সময় ভেসে যায় স্রোতে
সময়ের সাথে দেখা হয়
দেখা হয় খেয়া-মাঝি-যাত্রী
খণ্ডিত গোধূলি কুড়িয়ে নিই
কুড়িয়ে নিই অস্তগামী সূর্য
পরম আদরে ঘুমের একপাশে।
কখনও পরম উল্লাসে ঘূর্ণনে
নদী সীমারেখা পার;
শিশির ঝরে পড়ে, খেলা করে
ফাল্গুনী রোদ।
আমরা নদী হয়ে ভাসি সময়ের বুকে!

****

কফিনবন্দি পৃথিবী

নদী ও স্রোত মাঝে ব-দ্বীপ
ক্লান্ত জোনাকি, মৃত নক্ষত্র
কাশফুলে সাদা চারপাশ
প্রতিটি প্রহরে মৃত্যু কুড়োয় প্রতীক্ষায়।
গাছেদের যুদ্ধ যুদ্ধ খেলা
খেলা শেষে পড়ে থাকা পাতা-ফুল-কুঁড়ি
জৈব সার!
দিন রাত ভাঙা-গড়া
সাক্ষী ব-দ্বীপ।
নদী ও স্রোতের মাঝে
কফিনবন্দি পৃথিবী!

****

আকাঙ্খা

১.
বৃষ্টি নামছিল
দ্রুত থেকে দ্রুততর
শব্দ আলোরা আরও দ্রুত
সেসবের তুলনায় আমি স্থির।

২.
সময়ের কাছে ধরাশায়ী
তুমি যতটা মৃদুভাষী ততটাই নিখুঁত যুবতী!
ধুলো উড়িয়ে যাচ্ছ
গতিবেগ দ্রুত, দ্রুত থেকে দ্রুততর।

৩.
মেঘ-বৃষ্টি-জন্ম-মৃত্যু-যৌনতা
তুমি সবকিছু তুলনীয়,
সকলে দ্রুত, দ্রুততর
আমি ততোটাই স্থির।
তবুও তোমাকে ছুঁতে চায় আলোর গতিবেগে।

এসইউ/আরআইপি

আরও পড়ুন