ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শিক্ষাবিদ যতীন সরকারের জন্মদিন আজ

প্রকাশিত: ১১:০২ পিএম, ১৭ আগস্ট ২০১৬

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকারের ৮১তম জন্মদিন আজ। তিনি ১৯৩৬ সালের এইদিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা সাহিত্যের সাবেক এই শিক্ষক মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত।

তিনি দুইবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। এছাড়া কর্মী, সংগঠক ও অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের। দীর্ঘ ১৮ মাস জেল খেটেছেন বঙ্গবন্ধু হত্যার পর।

যতীন সরকারের প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৫ সালে, তার পঞ্চাশ বছর বয়সে। প্রথম বইয়ের নাম ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’। এরপর একে একে প্রকাশিত হয়- অর্ধশতাধিক বই।

স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, মনিরউদ্দিন ইউসুফ স্মৃতিপদক, ময়মনসিংহ প্রেসক্লাব সাহিত্যপদক, আলতাব আলী হাসু পুরস্কারসহ বেশকিছু পুরস্কার পেয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে বরাবরের মতো ‘জন্মদিন উদযাপন কমিটি’র ব্যানারে আজ নেত্রকোনার উদীচী কার্যালয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে : প্রদীপ প্রজ্বলন, শুভেচ্ছা জ্ঞাপন, কেক কাটা, মানপত্র পাঠ, জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রভৃতি।

বিএ