হুমায়ূন স্মরণে নুহাশপল্লীতে নানা আয়োজন
বাংলা সাহিত্যের জননন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তার মৃত্যুবার্ষিকীতে ঢাকায় পারিবারিকভাবে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে তাকে স্মরণে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত, মিলাদ, দোয়া-মাহফিল ও এতিম ভোজ।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল জাগো নিউজকে বলেন, হুমায়ূন স্যারকে স্মরণে নুহাশপল্লীতে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে নুহাশপল্লীতে অনুষ্ঠিত হবে কোরআন তিলাওয়াত। আশপাশের এতিমখানা ও মাদ্রাসার কয়েক’শ ছাত্র কোরআন তেলাওয়াত করবেন। পরে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের জন্য হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে সোমবার রাতে নুহাশ পল্লীতে এসে পৌঁছেছেন।
উল্লেখ, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়ায় হুমায়ূন আহমেদের হাতে গড়া নুহাশপল্লীর লিচুগাছ তলায় তাকে দাফন করা হয়।
মো. আমিনুল ইসলাম/এআরএস/পিআর