ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

গুলতেকিনের স্মৃতিকথায় হুমায়ূন আহমেদ

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ৩০ মে ২০১৬

প্রয়াত ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিকথা লিখছেন তার প্রথম স্ত্রী গুলতেকিন খান। গত ২২ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি বাড়িতে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

গুলতেকিন জানান, এরই মধ্যে তিনি স্মৃতিকথার অর্ধেক লিখেও ফেলেছেন।

তিনি বলেন, ‘আমি হুমায়ূনকে নিয়ে স্মৃতিকথামূলক একটি বই লিখছি। প্রায় অর্ধেক লিখে ফেলেছি। লেখার কাজ শেষ হলেই তা বই আকারে বের হবে।’

গুলতেকিনের নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘আজো কেউ হাঁটে অবিরাম’। যেটি একুশে বইমেলায় প্রকাশ হয়েছিল।

নিজের কাব্যগ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ‘একজন জনপ্রিয় লেখকের স্ত্রী ছিলাম, এই পরিচয়টা কখনো আমাকে উৎসাহিত করেনি। আমি কখন তার জনপ্রিয়তার সুযোগ নেইনি। বিশেষ করে আমি সবসময় নিজের দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহিম খাঁর নাতনি বলে পরিচয় দিতে পছন্দ করতাম।’

তিনি আরো বলেন, নিজেকে আড়াল করে রাখতেই সচেষ্ট ছিলাম। যখন হুমায়ূন আহমেদের স্ত্রী ছিলাম, তখনও আমি তাঁর পরিচয় দেইনি। তাঁর জনপ্রিয়তার সুযোগ নেইনি।

এসএইচএস/পিআর