ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: আমার কাছে স্বাধীনতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ মার্চ ২০২৫

স্বাধীনতা! আমার কাছে
গৌরবের এক মহান মণি
তাই তো স্বাধীনতা পেয়ে
আমিই সবার চেয়ে ধনী।

আমার দেশের স্বাধীনতা
নয়তো কারো দয়ার দান
আনতে এই গৌরবগাথা
দাম দিয়েছি লাখো প্রাণ।

লক্ষ মা-বোন সম্ভ্রম তার
বিলিয়ে ছিল অকাতরে
সাগর সমান রক্তের দামে
পেয়েছি তা আপন করে।

স্বাধীনতা! আমার কাছে
আপনি বাঁচার অধিকার
স্বাধীনতা! আমার কাছে
অহংকার আত্মমর্যাদার।

অযুত লক্ষ কোটি ত্যাগে
আমাদের এই স্বাধীনতা
ঝড়-ঝঞ্ঝা যতই আসুক
হারাতে কভু দেব না তা।

এসইউ/জিকেএস

আরও পড়ুন