তুহীন বিশ্বাসের দুটি কবিতা

ভুলগুলো ভুল পথে
ঝড়ে ঝরে পড়া পাপড়িগুলো ফিরে আসুক
জানুক বিচ্ছিন্ন সম্পর্কে রক্তক্ষরণের যন্ত্রণা
আর শূন্যপুরে অন্তরাত্মার নষ্টকষ্ট মহাকাব্য।
স্মৃতিরা অস্তিত্বের লড়াইয়ে বারংবার পরাস্ত
ইচ্ছেগুলো নির্বাসনে, স্বপ্নের দরজাটাও বন্ধ
ট্রেনের অচল ইঞ্জিন, বগিগুলো নিথর নিস্তব্ধ।
জরাজীর্ণ ডায়েরির আমির তুমিটা নিরুদ্দেশ
সকল মিথ্যে অভিমান বড্ড কুৎসিত, জটিল
ভুলগুলো ভুল পথে হেঁটে হেঁটে রক্ত ঝরায়।
ভাঙা মনের কার্নিশে সন্দেহ ভাইরাসের রূপ
অন্ধের বাজারে আলো প্রতিষ্ঠা নিছকই স্বপ্ন
ঝরে পড়া পাপড়িও আজ অনুতপ্ত অবেলায়।
****
রক্তভেজা ঘুমন্ত বালিশ
সহজলভ্য তালিকায় সংরক্ষিত সতীত্ব
এটার দায়ভার স্বভাব কিংবা অভাবের;
অনিষ্টে উচ্ছ্বসিত বানর সুযোগ খোঁজে
সুগন্ধির অন্তরালে চিত্রনাট্যের অধ্যায়।
অদৃশ্য অস্পৃশ্য কালিমায় উত্তরাধিকার
সভ্যতার মানদণ্ডে ভুক্তভোগীর কর্মফল;
অনুশোচনার রক্তভেজা ঘুমন্ত বালিশ
তারপরও স্বেচ্ছায় পরাস্ত হই বারংবার।
মন্দের বাজারে শুদ্ধাচার বিক্রি হয় না
শুদ্ধ সমাজ বিনির্মাণে সুশীলের পণ্ডশ্রম;
তবুও চারিত্রিক সনদে শিষ্টাচারের ছাপ
দুর্ভাগ্যে দুর্ভাবনার স্থায়ী রেখা ভাগ্যচক্রে।
এসইউ/জিকেএস