মানিক পালের কবিতা: বাবার গাড়ি থামলো না
রেলগাড়িটা সেদিন এসে
স্টেশনে থামলো না!
বাবা আমার বিজয় নিয়ে
সেই গাড়িতে ফিরলো না!
বলেছিলেন মাস্টার নানা
ফিরবে যে আজ মুক্তিসেনা,
দুপুরবেলা আসলো গাড়ি
সে গাড়িটা থামলো না!
বাবা আমার বিজয় নিয়ে
সে গাড়িতে ফিরলো না!
দুপুর গেলো, বিকেল হলো
রেলের শব্দ ভেসে এলো,
মুক্তিসেনা নামলো ক'জন
বাবা আমার নামলো না।
বাবা আমার সেই গাড়িতেও
ফিরলো না!
স্টেশনে জানতে পেলাম
রেল আসবে কাল দুপুরে,
ফিরবে অনেক মুক্তিসেনা
পতাকাটা হাতে করে!
ঠিক দুপুরে দাঁড়াই গিয়ে
স্টেশনের এক পাশে,
ঝিক ঝিকাঝিক শব্দ করে
থামলো গাড়ি ঠিক এসে!
নামছে কত মুক্তিসেনা
হাতে বিজয় পতাকা,
হঠাৎ দেখি নামলো আমার
পাশের বাড়ির নীলকাকা!
দৌড়ে গিয়ে দাঁড়াই কাছে
জড়িয়ে বলি বাবা কই?
বললেন কাকা তোমার বাবা
পতাকাতে উড়ছে ওই!
কাকার কথা ছোট্ট মাথায়
সেদিন কিছু ঢুকলো না,
শুধুই জানি আসলো গাড়ি
বাবা আমার আসলো না!
প্রতিটা দিন রেল আসে-যায়
বাবার গাড়ি থামলো না,
অপেক্ষাতে আজও থাকি
বাবা যে আর ফিরলো না।
এসইউ/এমএস