ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন ৪ জন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪ পেলেন ৪ প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-ছোটকাগজ সম্পাদক। তারা হলেন—প্রবন্ধে রকিবুল হাসান, কথাসাহিত্যে আকিমুন রহমান, কবিতায় আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনে যুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তারা এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ। সভাপতিত্ব করেন কবি, সংগঠক ও ছোটকাগজ সম্পাদক মাহমুদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার। স্বাগত বক্তব্য রাখেন পুরস্কার কমিটির আহ্বায়ক ও কথাশিল্পী কবীর আলমগীর।

অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-সম্পাদকের সৃজনকর্ম নিয়ে মূল্যায়নধর্মী আলোচনা করেন। তারা চিন্তাসূত্র পুরস্কারের ধারাবাহিকতা বজায় রাখারও পরামর্শ দেন।

পুরস্কার গ্রহণের পর পুরস্কারজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে কবিতা-গান ও নৃত্য পরিবেশন করেন দেশের কবি-আবৃত্তিকারদের সঙ্গে প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী।

শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করতে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ। এ ওয়েবম্যাগে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রবর্তন করা হয় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও সনদ।

এসইউ/এএসএম

আরও পড়ুন