বি.এম আবু সাঈদের তিনটি কবিতা
অস্ট্রেলিয়ান শ্বেত জুঁই
প্রিয় জুঁই—
কেমন আছো?
গ্রীষ্মের তপ্ত দুপুরে এখনো কি তুমি ফুটে থাকো?
চকচকে পাতা আর গুচ্ছ ফুলে আমায় তুমি ডাকো?
মনে কি পড়ে সেদিনের সে কথা—
মেহগনি বনের বেঞ্চে বসে দেখেছি তোমার সাজ
বিমুগ্ধ নয়নে তোমাকে দেখে—ভুলেছি সকল কাজ।
কীভাবে ওড়াও সুবাসে তোমার সকল ব্যথা!
অ্যানালগ প্রেমে তোমার আবেগ ছিল ভরা
‘ভালোবাসি’ একটা শব্দে আমি দিশাহারা।
খুঁজিনি আমি খুঁজবো না আর এ জগত সংসারে
দুর্লভ তুমি অস্ট্রেলিয়ান শ্বেত জুঁই, দেখা হবে পরপারে।
উল্টো পথে জন্ম নেওয়া পাতার মতো জীবন
সময় এলেই ঝরে পড়ি হই না কারো আপন।
****
প্রিয়তম জ্বর
আলোকবর্ষ দূরত্ব পেরিয়ে—
এসেছো তুমি সীমারেখা টানতে; আমার প্রেমকুঞ্জে!
চৌচির জমিনে অবাক আর্তচিৎকার।
অভিবাদন প্রিয়তম—প্রহেলিকার সাথে
করেছো আলিঙ্গন, এই দীর্ঘতম রাতে!
ইলোরা আর অজান্তার বেশে
করেছো চুম্বন প্রিয়তম জ্বর—
পাঁজর ঝড়ে মরছি আমি, কাঁপছি থরথর।
****
সৎকার
আকাশের দিকে তাকালাম—
শুক্ল সপ্তমীর চাঁদ নেমেছে ধুপখোলা মাঠের বুকে,
ধোয়াশার মাঝে কার্তিকের ঘাসহীন বিবর্ণ মাঠ
জমেছে আজ পরম আড্ডায়।
সিগারেটের ধোঁয়ায় ওড়ে যুবকের চিৎকার
সব চলে নিয়ম মেনে হয় না কেবল সৎকার।
এসইউ/এমএস