ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

খালেদ রাহীর কবিতা

কাঁদো তার জন্যে কাঁদো এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১২ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

কাঁদো তার জন্যে কাঁদো

যে কান্নার মা বাপ নেই
তাকে গুলি করে দাও
কান ধরে ওঠবস করাও
চোখের কোণে জল আনার
           জন্যে
জরিমানা করে দাও!

যে কান্নার মা বাপ আছে
তার
            জন্যে
                      কাঁদো
তোমাকে না হোক
অন্তত কেউ তো তোমার কান্নাকে
ভালোবাসে; কেউ তো তোমার
কান্নার খোঁজ নেয়

কাঁদো
         তার
                 জন্যে
কাঁদো।

****

মুহূর্তের ভাবনা

রিকশায় যাচ্ছি... বৌয়ের লগে
প্রেমিকারে দেখলাম
টিপছে... সে মোবাইল টিপছে
আমার বাদামের কথা মনে পড়লো
দুজনে বাদাম টিপতাম আর
ইঁদুরের মতো কুটুস কুটুস চিবাতাম

রিকশায় যাচ্ছি... বৌয়ের লগে
প্রেমিকারে দেখলাম
আর স্মৃতির পুকুরে ডুবে গেলাম
আর দেখলাম হাত পা মাথা কিছুই ভেজেনি
কেবলই চোখ ভিজে গেছে...
মন ভিজে গেছে...

****

ব্যর্থ মানুষ

দৌড়াচ্ছি পুলসেরাতের মধ্যখানে...
দৌড়াচ্ছি হাশরের ময়দানে...
দৌড়াচ্ছি নরক থেকে নরকে...

দৌড়াচ্ছি আর আমাকে খুঁজছি
আমাকে খুঁজে পেলে
আপনাকে পাবো

প্রভূ, আমি আমাকে খুঁজে পাচ্ছি না
আমি ইহকালে পরকালে ব্যর্থ মানুষ
ব্যর্থ মানুষের লোভ থাকতে নেই

আমাকে নরকে পাঠিয়ে দেন!

****

কবর

বিস্তৃত মাঠে দৌড়াতে দৌড়াতে
ঘরমুখো
ঘর কই? বাড়ি কই? দেশ কই?

দৌড়াতে দৌড়াতে
বাড়ি কই? ঘর কই? দেশ কই?

আমি দৌড়াচ্ছি আর কবর দৌড়াচ্ছে
আমি তাকে ধরার আগে
সে আমাকে ধরে ফেলেছে

নীলু, আমি বাড়ি যাচ্ছি!

এসইউ/জেআইএম

আরও পড়ুন