ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ওয়ালিদ জামান

কেমন আছেন বৃষ্টিবিলাসী এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১১ পিএম, ২৫ অক্টোবর ২০২৪

কেমন আছেন বৃষ্টিবিলাসী

এ শহরে বৃষ্টি ভীষণ, দেখতে যদি আসেন
আপনিও কি আমার মতো বৃষ্টি ভালোবাসেন
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
আপনার জন্য এমন বৃষ্টি থাকুক বারোমাসই!

এ শহরে মেঘের দিনে, কেউ করেনি বারণ
আপনার-আমার বৃষ্টিভেজার একই ছিল কারণ
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
চলুন না হয় দুচোখ ভরে বৃষ্টি দেখে আসি!

এ শহরে বর্ষা এলে মনের দুয়ার খুলে
আপনারও কি ইচ্ছে করে দুঃখ যেতে ভুলে
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
জানেন নাকি আমিও খুব বৃষ্টি ভালোবাসি!

এ শহরে শীতলতা, পাঁজর ভরা ব্যথা
আপনি বুঝি আগলে রাখেন মন গহীনে কথা
কেমন আছেন বৃষ্টিবিলাসী?
নীরব মনে বৃষ্টিকথা দুজন ঠিকই পুষি!

****

ধার করবো সুখ

তোমার হাসি বুকে বিঁধে বিঁধুক
না হয় বাড়ুক আরও কিছু দুঃখ
দেখো আমি ঠিক, ধার করবো সুখ!

তোমার জন্য ভালোবাসা থাকুক
না হয় বাড়ুক একটু দেখার অসুখ
দেখো আমি ঠিক, চাইবো এতটুক!

তুমি সেদিন বৃষ্টিবিলাস হবে
কাঠগোলাপের মায়ায় মিশে রবে
সন্ধ্যা নামার আগে, যেদিন দেখা হবে!

আমি সেদিন জল জোছনার মতো
তোমার বুকে আছড়ে হবো নত
জানতে তোমার গভীরতা কত?

এসইউ/এমএস

আরও পড়ুন